Dhaka ১০:০১ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিএনপি নেতাদের উদ্দেশ্য জামায়াত নেতার হুশিয়ারি

অযাচিত বক্তব্য বন্ধ না করলে চাঁদাবাজ-দখলবাজের তালিকা ছেড়ে দেব

  • কেকে ডেস্ক :
  • Update Time : ০৫:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ৩৩৬০ Time View

বিএনপি নেতাদের উদ্দেশ্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অযাচিত বক্তব্য বন্ধ করেন, না হলে তালিকা ছেড়ে দিলে বুঝবেন জনগণের ক্ষোভ। জনগণ জানে দেশে কারা দুর্নীতি, চাঁদাবাজিতে নিমজ্জিত। আপনাদের মুখে জামায়াতের সমালোচনা মানায় না।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ডেমরা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বুলবুল বলেন, বর্তমানে একটি দল আবার দেশে চেতনার ব্যবসা করতে যাচ্ছে। তাদের খেয়াল রাখতে বলবো চাঁদাবাজ, দখলবাজের তালিকা করা আছে। সাবধান হোন, সেই তালিকায় নতুন করে আপনাদের নাম যেন যুক্ত না হয়। অযাচিত বক্তব্য বন্ধ করেন, না হলে তালিকা ছেড়ে দিলে বুঝবেন জনগণের ক্ষোভ।

তিনি আরও বলেন, জনগণ জানে দেশে কারা দুর্নীতি, চাঁদাবাজিতে নিমজ্জিত। আমরা তাদের বলি, আপনাদের মুখে জামায়াতের সমালোচনা মানায় না। দেশে ন্যায়বিচার, বৈষম্যহীন বাংলাদেশ এই নতুন প্রজন্মের চাওয়া। এর বিরুদ্ধে যারা যাবে তাদের খাওয়া নেই ভবিষ্যতের বাংলাদেশে।

অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দাবি করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বলেন, দেশের মানুষ ইতোমধ্যেই জামায়াতের দীর্ঘ ১৭ বছরের কোরবানির কারণে এ দলের প্রতি জনগণ আস্থা রাখছে। ন্যায় বিচার, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ছাত্রদের ও জামায়াতের চাওয়া এক হয়ে গেছে। তাই বন্ধু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। এখনও সময় আছে সোজা পথে চলুন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, আল্লাহু আকবার স্লোগান কখনও থামায়নি জামায়াত। এই ডেমরা এলাকায় গুলি, জেল নিশ্চিত জেনেও মিছিলে গিয়েছে হাজারও জামায়াতের কর্মীরা। দেশের প্রয়োজনে তারা সব সময় ভূমিকা পালন করবেন।

কর্মী সম্মেলনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চাঁদাবাজ দখলদার যে দলেরই হোক, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করবো। মনে রাখবেন জামায়াত কর্মীরা পালায় না। পালানো অভ্যাস আওয়ামী লীগের। এ অভ্যাস আর কোনো দল গোষ্ঠীর মধ্যে দেখতে চায় না দেশবাসী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ঘোষিত কর্মসূচির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

বিএনপি নেতাদের উদ্দেশ্য জামায়াত নেতার হুশিয়ারি

অযাচিত বক্তব্য বন্ধ না করলে চাঁদাবাজ-দখলবাজের তালিকা ছেড়ে দেব

Update Time : ০৫:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

বিএনপি নেতাদের উদ্দেশ্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, অযাচিত বক্তব্য বন্ধ করেন, না হলে তালিকা ছেড়ে দিলে বুঝবেন জনগণের ক্ষোভ। জনগণ জানে দেশে কারা দুর্নীতি, চাঁদাবাজিতে নিমজ্জিত। আপনাদের মুখে জামায়াতের সমালোচনা মানায় না।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ডেমরা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

বুলবুল বলেন, বর্তমানে একটি দল আবার দেশে চেতনার ব্যবসা করতে যাচ্ছে। তাদের খেয়াল রাখতে বলবো চাঁদাবাজ, দখলবাজের তালিকা করা আছে। সাবধান হোন, সেই তালিকায় নতুন করে আপনাদের নাম যেন যুক্ত না হয়। অযাচিত বক্তব্য বন্ধ করেন, না হলে তালিকা ছেড়ে দিলে বুঝবেন জনগণের ক্ষোভ।

তিনি আরও বলেন, জনগণ জানে দেশে কারা দুর্নীতি, চাঁদাবাজিতে নিমজ্জিত। আমরা তাদের বলি, আপনাদের মুখে জামায়াতের সমালোচনা মানায় না। দেশে ন্যায়বিচার, বৈষম্যহীন বাংলাদেশ এই নতুন প্রজন্মের চাওয়া। এর বিরুদ্ধে যারা যাবে তাদের খাওয়া নেই ভবিষ্যতের বাংলাদেশে।

অবিলম্বে এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দাবি করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বলেন, দেশের মানুষ ইতোমধ্যেই জামায়াতের দীর্ঘ ১৭ বছরের কোরবানির কারণে এ দলের প্রতি জনগণ আস্থা রাখছে। ন্যায় বিচার, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে ছাত্রদের ও জামায়াতের চাওয়া এক হয়ে গেছে। তাই বন্ধু রাজনৈতিক দলের মাথা খারাপ হয়ে গেছে। এখনও সময় আছে সোজা পথে চলুন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, আল্লাহু আকবার স্লোগান কখনও থামায়নি জামায়াত। এই ডেমরা এলাকায় গুলি, জেল নিশ্চিত জেনেও মিছিলে গিয়েছে হাজারও জামায়াতের কর্মীরা। দেশের প্রয়োজনে তারা সব সময় ভূমিকা পালন করবেন।

কর্মী সম্মেলনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, চাঁদাবাজ দখলদার যে দলেরই হোক, আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করবো। মনে রাখবেন জামায়াত কর্মীরা পালায় না। পালানো অভ্যাস আওয়ামী লীগের। এ অভ্যাস আর কোনো দল গোষ্ঠীর মধ্যে দেখতে চায় না দেশবাসী।