Dhaka 4:27 am, Thursday, 31 July 2025

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও চোরাচালান পণ্য জব্দ

যশোরের শার্শা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৩ হাজার টাকা।

রোববার (৬ জুলাই ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধীনে কাশিপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারত থেকে আনা ফেনসিডিল, শাড়ি, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্যসামগ্রী এবং কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

 

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে সফলতা আসছে। আমরা যশোর সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছি।”

 

তিনি আরও জানান, বিজিবির নিয়মিত অভিযান ও কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা বলছেন, বিজিবির এমন তৎপরতায় সীমান্তে অবৈধ কার্যক্রম অনেকাংশেই নিয়ন্ত্রণে আসছে।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকেশ্বরী মন্দিরে বৈষ্ণব সেবা সংঘের মিলনমেলা: ধর্মীয় সম্প্রীতির অনন্য বার্তা

শার্শা সীমান্তে বিজিবির অভিযানে ফেনসিডিল ও চোরাচালান পণ্য জব্দ

Update Time : 03:45:30 pm, Sunday, 6 July 2025

যশোরের শার্শা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৩ হাজার টাকা।

রোববার (৬ জুলাই ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধীনে কাশিপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারত থেকে আনা ফেনসিডিল, শাড়ি, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্যসামগ্রী এবং কসমেটিকস পণ্য জব্দ করা হয়।

 

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে সফলতা আসছে। আমরা যশোর সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছি।”

 

তিনি আরও জানান, বিজিবির নিয়মিত অভিযান ও কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা বলছেন, বিজিবির এমন তৎপরতায় সীমান্তে অবৈধ কার্যক্রম অনেকাংশেই নিয়ন্ত্রণে আসছে।