যশোরের শার্শা সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ফেনসিডিলসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত এসব মালামালের বাজারমূল্য প্রায় ৫ লাখ ৭৩ হাজার টাকা।
রোববার (৬ জুলাই ২০২৫) ৪৯ বিজিবির যশোর ব্যাটালিয়নের অধীনে কাশিপুর, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারত থেকে আনা ফেনসিডিল, শাড়ি, বিভিন্ন ধরনের চকলেট, খাদ্যসামগ্রী এবং কসমেটিকস পণ্য জব্দ করা হয়।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, “দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে সফলতা আসছে। আমরা যশোর সীমান্তে নজরদারি আরও বাড়িয়েছি।”
তিনি আরও জানান, বিজিবির নিয়মিত অভিযান ও কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে এসব মালামাল জব্দ করা হয়েছে এবং ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা বলছেন, বিজিবির এমন তৎপরতায় সীমান্তে অবৈধ কার্যক্রম অনেকাংশেই নিয়ন্ত্রণে আসছে।