গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান বলেছেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
শাকিল উজ্জামান বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অনুপস্থিতিই বিগত সময়ের ভোট ডাকাতি ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মূল কারণ। এই ব্যবস্থার বিলুপ্তির মধ্য দিয়ে দেশের জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতায় বর্তমান সরকার রাষ্ট্রীয় সন্ত্রাস ও দমন-পীড়নের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে।”
তিনি আরও বলেন, “নির্বাচনের নামে যে প্রহসন চলছে, তা গণতন্ত্রকে ধ্বংস করছে এবং জনগণের আস্থাকে চরমভাবে আহত করছে। সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল।”
গণঅধিকার পরিষদ এই প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আশা প্রকাশ করেছে, জাতীয় ঐকমত্য কমিশন এ দাবির গুরুত্ব অনুধাবন করবে এবং একটি টেকসই সমাধানের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
শাকিল উজ্জামান বলেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নিরপেক্ষ সরকার গঠন করতে হবে, নইলে দেশে কোনোদিন গণতন্ত্র ফিরে আসবে না।”
আলোচনায় অংশগ্রহণকারী অন্যান্য দলগুলোর নেতারাও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং আস্থাশীল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।