২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সংঘটিত জঙ্গি হামলার বর্ষপূর্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের বক্তব্য ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তির জবাবে ব্যাখ্যামূলক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিএমপি।
মঙ্গলবার (১ জুলাই) বিভিন্ন জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশিত হয়েছে দাবি করে, ডিএমপি জানায়—বক্তব্যের মূল প্রেক্ষাপট ও তাৎপর্য বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে।
ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমিশনার তাঁর বক্তব্যে দেশের বিদ্যমান প্রেক্ষাপটে পুলিশি কার্যক্রমের চ্যালেঞ্জ এবং অতীতের প্রশাসনিক বাস্তবতা তুলে ধরেছিলেন। কিন্তু কিছু সংবাদমাধ্যম তা আংশিকভাবে তুলে ধরায় ভুল ব্যাখ্যার সৃষ্টি হয়েছে, যা অনভিপ্রেত।”
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “হলি আর্টিজান ট্র্যাজেডিতে নিহত দেশি-বিদেশি নাগরিকদের প্রতি ডিএমপি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানায়। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত হয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।”
ডিএমপি আশাবাদ ব্যক্ত করে জানিয়েছে, “জঙ্গি হামলার পুনরাবৃত্তি রোধে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতা বজায় রেখেছে এবং কমিশনারের বক্তব্য নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে সঠিকভাবে তা মূল্যায়ন করা উচিত।”
উল্লেখ্য, ২০১৬ সালের ওই জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২২ জন নিহত হন, যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচিত।