Dhaka 4:31 am, Thursday, 31 July 2025

গণতন্ত্রের শপথে শহীদদের পাশে কেরানীগঞ্জের তরুণেরা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে  মঙ্গলবার কেরানীগঞ্জে তিন শহীদের কবর জিয়ারত করেছে জাতীয় যুবশক্তি, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

 

কেরানীগঞ্জের আগানগর, তেলঘাট ও আব্দুল্লাহপুরে অবস্থিত শহীদ— নাসিব হাসান রিয়ান (আগানগর), মোঃ নাদিমুল হাসান এলেন (তেলঘাট), মোঃ সায়েম হোসেন (আব্দুল্লাহপুর)। এই তিন যুবকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন এবং একটি দৃঢ় শপথ গ্রহণ করেন—গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারা অটল থাকবেন।

 

নেতৃত্বে ছিলেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ ফয়সাল, কেরানীগঞ্জ উপজেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ আল আমিন মিনহাজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম ও , মুখ্য সংগঠক রতন হোসেন সহ আহত আন্দোলনকারী নিলয় খান ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

দোয়ার পর অংশগ্রহণকারীরা এক প্রতিজ্ঞা পাঠ করেন— “শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা থামবো না, পিছু হটবো না।”

তারা জানান, শহীদদের আত্মত্যাগ আজও তাদের আন্দোলনের প্রেরণা হয়ে আছে। এই জিয়ারত ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং আন্দোলনের চেতনা জাগিয়ে তোলার একটি নিরব তবে দৃপ্ত উচ্চারণ।

 

আয়োজকরা বলেন, “এই কবরগুলো কেবল মাটি নয়, এগুলো প্রতিজ্ঞার মিনার। এমন সময় যখন শহীদদের আত্মত্যাগ ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন এই জিয়ারত আমাদের মনে করিয়ে দেয়—জুলাই মাস একটি বিপ্লবের প্রতিচ্ছবি।”

কেরানীগঞ্জের শহীদরা ইতিহাসে চিরজাগরুক হয়ে থাকবেন। তাদের স্মরণে তরুণ প্রজন্ম যেন সত্য ও ন্যায়ের সংগ্রামে এগিয়ে যায়—এই ছিল আজকের দিনের মূল বার্তা। “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন কেরানীগঞ্জের শহীদদের নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে।”

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ঢাকেশ্বরী মন্দিরে বৈষ্ণব সেবা সংঘের মিলনমেলা: ধর্মীয় সম্প্রীতির অনন্য বার্তা

গণতন্ত্রের শপথে শহীদদের পাশে কেরানীগঞ্জের তরুণেরা

Update Time : 09:03:54 am, Wednesday, 2 July 2025

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে  মঙ্গলবার কেরানীগঞ্জে তিন শহীদের কবর জিয়ারত করেছে জাতীয় যুবশক্তি, এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ।

 

কেরানীগঞ্জের আগানগর, তেলঘাট ও আব্দুল্লাহপুরে অবস্থিত শহীদ— নাসিব হাসান রিয়ান (আগানগর), মোঃ নাদিমুল হাসান এলেন (তেলঘাট), মোঃ সায়েম হোসেন (আব্দুল্লাহপুর)। এই তিন যুবকের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেন এবং একটি দৃঢ় শপথ গ্রহণ করেন—গণতন্ত্র ও বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে তারা অটল থাকবেন।

 

নেতৃত্বে ছিলেন, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক শেখ ফয়সাল, কেরানীগঞ্জ উপজেলা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ আল আমিন মিনহাজ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম ও , মুখ্য সংগঠক রতন হোসেন সহ আহত আন্দোলনকারী নিলয় খান ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

দোয়ার পর অংশগ্রহণকারীরা এক প্রতিজ্ঞা পাঠ করেন— “শহীদদের স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা থামবো না, পিছু হটবো না।”

তারা জানান, শহীদদের আত্মত্যাগ আজও তাদের আন্দোলনের প্রেরণা হয়ে আছে। এই জিয়ারত ছিল শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং আন্দোলনের চেতনা জাগিয়ে তোলার একটি নিরব তবে দৃপ্ত উচ্চারণ।

 

আয়োজকরা বলেন, “এই কবরগুলো কেবল মাটি নয়, এগুলো প্রতিজ্ঞার মিনার। এমন সময় যখন শহীদদের আত্মত্যাগ ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, তখন এই জিয়ারত আমাদের মনে করিয়ে দেয়—জুলাই মাস একটি বিপ্লবের প্রতিচ্ছবি।”

কেরানীগঞ্জের শহীদরা ইতিহাসে চিরজাগরুক হয়ে থাকবেন। তাদের স্মরণে তরুণ প্রজন্ম যেন সত্য ও ন্যায়ের সংগ্রামে এগিয়ে যায়—এই ছিল আজকের দিনের মূল বার্তা। “যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন কেরানীগঞ্জের শহীদদের নাম ইতিহাসের পাতায় জ্বলজ্বল করবে।”