আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছেন বিএনপি নেতৃত্বাধীন জোটের সমর্থক প্রার্থীরা। শুক্রবার সকাল থেকে ঢাকা-২ আসনের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে জনসংযোগ করেছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সংগঠন রাওয়ার সভাপতি কর্নেল (অব.) আব্দুল হক।
কলতিয়া বাজারসহ একাধিক এলাকায় গণসংযোগকালে কর্নেল (অব.) হক সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের জীবনযাত্রার সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন। তিনি নিজেকে ঢাকা-২ আসনের একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে কর্নেল হক তার অবস্থান স্পষ্ট করেন—তিনি মাদক, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবেন। তিনি কড়া ভাষায় বলেন, “ফ্যাসিবাদের রানী পালিয়ে গেছে, কিন্তু তার চেলারা এখনো রয়ে গেছে। তারা এখনো অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”
তিনি তার নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “সবাই যেনো মানুষের সঙ্গে ভদ্রভাবে কথা বলে। এমনকি শত্রুর সাথেও যেনো সৌজন্যপূর্ণ আচরণ করা হয়।” তার এই নম্র আচরণ এবং বক্তৃতা স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কর্নেল হকের আচরণ ও কথাবার্তা ছিল সম্মানজনক ও আশাব্যঞ্জক। অনেকেই তার নেতৃত্বের প্রশংসা করে আগামী নির্বাচনে তাকে সমর্থনের আশ্বাস দেন।
ঢাকা-২ আসনে বিএনপি-জামায়াত জোটের পক্ষ থেকে প্রার্থী বাছাই এখনো চূড়ান্ত না হলেও কর্নেল হকের এই সক্রিয়তা তাকে জোরালো সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।