ঢাকার কেরানীগঞ্জের দারুসসালাম হাবিব নগর সংযোগ সড়কে সুয়ারেজ লাইন বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। ময়লা পানি জমে রাস্তাঘাট ও বাসাবাড়ির পরিবেশ হয়ে উঠেছে ভয়াবহ। এ পরিস্থিতিতে মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ছড়াচ্ছে নানা ধরনের রোগজীবাণু, বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ ও অন্যান্য পানিবাহিত রোগের আশঙ্কা।
এমন সংকটময় সময়ে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। দলের কেন্দ্রীয় নেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং এডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশনায় শুভাঢ্যা ইউনিয়নের ১নং ইউনিট বিএনপি ও সহযোগী সংগঠনের কর্মীরা স্বেচ্ছাশ্রমে শুরু করেন সুয়ারেজ লাইন পরিষ্কারের কাজ।
এই মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন ১নং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাদল। তার সঙ্গে ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফারুক, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাজিব, সাবেক প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, দপ্তর সম্পাদক রুবেল, সদস্য পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় এলাকাবাসী তাদের কাজের প্রশংসা করে জানান, “এই রকম দুঃসময়ে যখন কেউ এগিয়ে আসে না, তখন বিএনপির ছেলেরা নিজ উদ্যোগে পরিছন্নতা কর্মী দিয়ে নর্দমা পরিস্কারে কাজ করেছে। আমরা কৃতজ্ঞ।”
স্থানীয় বাসিন্দা হাজী হান্নান বলেন, “এটা রাজনীতি না, এটা মানবতা। আমরা চাই, এমন জনসেবামূলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকুক।”
বিএনপি নেতারা বলেন, “রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি—জনগণের সেবা করাই প্রকৃত রাজনীতি।”
এদিকে এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তবে বিএনপির এই উদ্যোগ প্রমাণ করেছে, দলীয় পরিচয় ছাপিয়ে জনগণের পাশে থাকা যায় শুধু ইচ্ছা আর আন্তরিকতা থাকলে।
জনকল্যাণে নিবেদিত রাজনীতি আজও জীবিত, যখন কোনো দল মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তব উদ্যোগ নেয়। স্থানীয় বিএনপির এমন কাজ রাজনৈতিক অঙ্গনের জন্যও হতে পারে একটি ইতিবাচক বার্তা।