Dhaka 12:24 am, Tuesday, 16 December 2025

কেরানীগঞ্জের মাঠে নতুন রফিক-তামিমদের স্বপ্নযাত্রা শুরু

মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বল-ব্যাটের শব্দে মুখর ছিল কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের মাঠ। শিশু-কিশোরদের চোখেমুখে ছিল স্বপ্নের দীপ্তি—একদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। শনিবার (২১ জুন) সকালে আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল।

 

ঢাকা জেলা ক্রীড়া অফিস ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ১০টি ক্রিকেট অ্যাকাডেমির বাছাইকৃত কিশোর ক্রিকেটাররা। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।

 

দর্শকদের নজর কাড়ে বুড়িগঙ্গা অ্যাকাডেমির বোলার রিফাত হোসেন। বাঁহাতি এই বোলার ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে, ফতেপুর অ্যাকাডেমির ব্যাটার ইয়ামিন তার ৪২ রানের ঝোড়ো ইনিংসে দর্শকদের উল্লাসে মাতিয়ে তোলেন।

 

চূড়ান্ত খেলায় বুড়িগঙ্গা অ্যাকাডেমি ও ঝিলমিল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। বুড়িগঙ্গার ব্যাটার রাইহান ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন তিনিই। মাঠজুড়ে তখন করতালির ঝড়।

স্থানীয় বাসিন্দা ও ক্রিকেট অনুরাগী হাসান মাহমুদ বলেন, “এমন আয়োজনে শুধু খেলার প্রতিযোগিতা নয়, এলাকাতেও একটা ইতিবাচক বার্তা যায়। ছেলেরা মাঠে থাকলে মাদকে জড়ানোর সম্ভাবনাই থাকে না।”

আরেক দর্শক সালমা আক্তার বলেন, “আমার ছেলেও এখানে খেলছে। ওদের খেলতে দেখে গর্ব লাগে। আগে মোবাইল নিয়েই পড়ে থাকত, এখন ব্যাট হাতে মাঠে যায়।”

 

ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “এই শিশু-কিশোররাই একদিন জাতীয় গর্ব হবে। আমাদের কাজ তাদের পথ তৈরি করে দেওয়া। আমরা শুধু একদিনের টুর্নামেন্টে থামছি না—নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে ওদের গড়ে তুলতে চাই।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতা ও কলেজের গভর্নিং বডির সদস্য ঈমান উল্লাহ মাস্তান, যুবদল নেতা আরমান উল্লাহ ডাবলু প্রমুখ।

 

আয়োজকরা জানিয়েছেন, আগামীতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। লক্ষ্য একটাই—কেরানীগঞ্জ থেকেও যেন উঠে আসে নতুন রফিক, তামিম কিংবা মাশরাফি।

 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

ঢাকেশ্বরী মন্দিরে বৈষ্ণব সেবা সংঘের মিলনমেলা: ধর্মীয় সম্প্রীতির অনন্য বার্তা

কেরানীগঞ্জের মাঠে নতুন রফিক-তামিমদের স্বপ্নযাত্রা শুরু

Update Time : 06:01:41 pm, Monday, 23 June 2025

মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। বল-ব্যাটের শব্দে মুখর ছিল কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের মাঠ। শিশু-কিশোরদের চোখেমুখে ছিল স্বপ্নের দীপ্তি—একদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। শনিবার (২১ জুন) সকালে আগানগর ইউনিয়নের আমবাগিচা এলাকায় অনুষ্ঠিত হয় অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল।

 

ঢাকা জেলা ক্রীড়া অফিস ও কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার ১০টি ক্রিকেট অ্যাকাডেমির বাছাইকৃত কিশোর ক্রিকেটাররা। প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া।

 

দর্শকদের নজর কাড়ে বুড়িগঙ্গা অ্যাকাডেমির বোলার রিফাত হোসেন। বাঁহাতি এই বোলার ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। অন্যদিকে, ফতেপুর অ্যাকাডেমির ব্যাটার ইয়ামিন তার ৪২ রানের ঝোড়ো ইনিংসে দর্শকদের উল্লাসে মাতিয়ে তোলেন।

 

চূড়ান্ত খেলায় বুড়িগঙ্গা অ্যাকাডেমি ও ঝিলমিল স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। বুড়িগঙ্গার ব্যাটার রাইহান ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন। শেষ বলে চার মেরে দলকে জয় এনে দেন তিনিই। মাঠজুড়ে তখন করতালির ঝড়।

স্থানীয় বাসিন্দা ও ক্রিকেট অনুরাগী হাসান মাহমুদ বলেন, “এমন আয়োজনে শুধু খেলার প্রতিযোগিতা নয়, এলাকাতেও একটা ইতিবাচক বার্তা যায়। ছেলেরা মাঠে থাকলে মাদকে জড়ানোর সম্ভাবনাই থাকে না।”

আরেক দর্শক সালমা আক্তার বলেন, “আমার ছেলেও এখানে খেলছে। ওদের খেলতে দেখে গর্ব লাগে। আগে মোবাইল নিয়েই পড়ে থাকত, এখন ব্যাট হাতে মাঠে যায়।”

 

ইউএনও রিনাত ফৌজিয়া বলেন, “এই শিশু-কিশোররাই একদিন জাতীয় গর্ব হবে। আমাদের কাজ তাদের পথ তৈরি করে দেওয়া। আমরা শুধু একদিনের টুর্নামেন্টে থামছি না—নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে ওদের গড়ে তুলতে চাই।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন্নাহার, দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির নেতা ও কলেজের গভর্নিং বডির সদস্য ঈমান উল্লাহ মাস্তান, যুবদল নেতা আরমান উল্লাহ ডাবলু প্রমুখ।

 

আয়োজকরা জানিয়েছেন, আগামীতে আরও বড় পরিসরে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। লক্ষ্য একটাই—কেরানীগঞ্জ থেকেও যেন উঠে আসে নতুন রফিক, তামিম কিংবা মাশরাফি।