রাজধানীর শনির আখড়া এলাকা থেকে মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২৩ জুন) বিকেলে র্যাব-১০ একটি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় র্যাবের একটি দল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডিএমপির কদমতলী থানার শনির আখড়া শনি মন্দির এলাকায় অভিযান চালায়।
অভিযানে শরীয়তপুরের নড়িয়া থানার বাংলাবাজার এলাকার বাসিন্দা আব্দুল গফুর (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গফুরের বিরুদ্ধে শরীয়তপুরের নড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালত তিন বছরের কারাদণ্ড দেন। তিনি ওই মামলায় পরোয়ানাভুক্ত ছিলেন। র্যাব জানায়, গ্রেপ্তারের পর তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।