চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ছিনতাইয়ের শিকার হয়ে প্রাণ হারালেন এক তরুণ ভ্যানচালক। রাজু আহমেদ (২০) নামে ওই যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাজু আহমেদ ছিলেন নাচোল সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত মোতালেব হোসেন ফাঁকুর ছেলে। জীবিকার তাগিদে তিনি একটি ব্যাটারিচালিত ভ্যান চালাতেন। তাঁর মা জানান, গ্রামের এক প্রতিবন্ধীর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন রাজু।
রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন তিনি। খোঁজাখুঁজির পর সোমবার সকালে পথচারীরা সড়কের ধারে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের পাশে একটি ধারালো চাকুও উদ্ধার করে।
নিহতের মা সুলতানা বেগম অভিযোগ করেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা আমার ছেলেকে মেরেছে, তাদের যেন আইনের সর্বোচ্চ শাস্তি হয়।”
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত ভ্যানটি ছিনিয়ে নিতে রাজুকে খুন করেছে দুর্বৃত্তরা। আমরা তদন্ত শুরু করেছি এবং অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
এই নির্মম হত্যাকাণ্ড ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ রাজুর মৃত্যু ভ্যানচালকসহ দিনমজুর শ্রেণির মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।