রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল কাদের (৫০) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব জানায়, আসামি আব্দুল কাদের ভুক্তভোগীকে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং পুত্রসন্তান জন্ম দেন। এরপর ধর্ষণের বিচার ও সন্তানের পিতৃপরিচয় নির্ধারণের জন্য একটি মামলা করা হয়। সেই মামলায় আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন _ মোবাইল – ০১৭২৫১৮৫১১৯
শুক্রবার (১১ এপ্রিল) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার এ তথ্য জানান।
তিনি বলেন, ২০২৩ সালের ৩ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে মুন্সীগঞ্জ সদর থানার বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা ওই ভুক্তভোগীকে (১৬) ভয়ভীতি দেখিয়ে আসামি আব্দুল কাদের (৫০) ধর্ষণ করেন। পরে বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং পুত্রসন্তান জন্ম দেন। এ ঘটনায় ধর্ষণের বিচার ও শিশুটির পিতৃপরিচয় নির্ধারণের জন্য ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন।
র্যাব আরও জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব-১০ বরাবর অভিযোগপত্র দেন। এ পরিপ্রেক্ষিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার ধাওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এ কর্মকর্তা।