ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জের জনি টাওয়ার এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২ টার দিকে মানবাধিকার সংস্থা” ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে মানবাধিকার সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান কমল বলেন, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে, তা মানবতার চরম লঙ্ঘন। এ অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিতে হলে তাদের সব পণ্য বয়কট করতে হবে। দেশের যেসব ব্যবসায়ী ইসরায়েলি পণ্য আমদানি করছেন, তাদের অনুরোধ করব এই ব্যবসা থেকে দ্রুত সরে আসুন। দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সবসময় ফিলিস্তিনের পাশে থাকবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ইসরায়েলের বর্বর হামলা দাজ্জালের আবির্ভাবের ইঙ্গিত দেয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ভবিষ্যদ্বাণী আজ বাস্তবে রূপ নিচ্ছে। এখন মুসলমান হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া ফরজ হয়ে গেছে। বাংলাদেশের ইসলামী দলগুলোর আন্দোলনে আমরা পূর্ণ সমর্থন জানাই। ইসরায়েলি পণ্যের তালিকা করে সেগুলোর বর্জন নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান কমল, ভাইস চেয়ারম্যান রমজান হোসেন ও আসাদুজ্জামান মিন্টু, কেরানীগঞ্জ দক্ষিন থানা শাখার সভাপতি মোকলেসুর রহমান, কেরানীগঞ্জ মডেল থানার সাধারণ সম্পাদক মো. মিলন, কেরানীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমন,জিনজিরা ইউনিয়ন শাখার সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক মো. বিপ্লব, সহ-সভাপতি মো. পারভেজ, জিনজিরা রসুলপুর একতা সংগঠনের সভাপতি আ: ওয়াহাব মোহর সহ ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ।