মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন, ওয়াসিম হাওলাদার বাতেন (৪৩) ও সোহাগ শেখ (২৩)।
বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ র্যাব-১০ হেডকোয়ার্টারের সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার।
তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কুকুটিয়া বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১০০ ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক জব্দ করেছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে জব্দকৃত মোটরসাইকেল ও ইজিবাইকে করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।