লালমনিরহাটের হাতীবান্ধার সিএনজি চালক রিন্টুকে (৩৫) ১৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১৩।
বৃহস্পতিবার (২৩জানুয়ারি) বিকাল ৪টা ৫৫মিনিটে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন লক্ষীটারি ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ পূর্ব ইচলী গ্রামে এসকে বাজারে মেহেদী ট্রেডিং এর সামনে পাঁকা রাস্তার উপর বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসময় সিএনজিতে অভিনব কায়দায় লুকানো ১৯৯ বোতল ফেনসিডিল ও একটি সিএনজি জব্দ করা হয়। গ্রেফতারকৃত রিন্টু লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুর্না গ্রামের সামছুল হকের ছেলে।
র্যাব জানায়, মাদক ব্যবসায়ীদের ধরতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।