Dhaka 8:06 pm, Saturday, 26 April 2025

কেরানীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ৪

ঢাকার কেরানীগঞ্জে একটি ছয় তলা আবাসিক ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর অগ্নিদগ্ধসহ মোট ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশের এক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। এ সময় ভবনের নিচতলার কলাম ভেঙে ভবনটি পার্শ্ববর্তী তিন তলা বিল্ডিংয়ের ওপর হেলে পড়ে।

আজ রবিবার ভোর ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ নয়াবাড়ি এলাকায় আওয়ামী লীগ নেতা স্বাধীন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, কলি (৩২), আঁখি (২৮), তার ছেলে আবির (১০) এবং সজীব (২৫)। এই ঘটনায় অগ্নিদগ্ধ সজীবকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।



স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের ঘটনায় ওই বাড়িতে আগুন ধরে যায়। এ সময় আশেপাশের বেশ কয়েকটি ভবনের জানালার গ্লাস ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে এই ভয়াবহ বিস্ফোরণ সে বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি।

এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।

আহত আখি আক্তার জানান, রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে হঠাৎ বিস্ফোরণে তার ঘরের দেওয়াল ভেঙে পড়ে এবং জানালা খুলে তার পায়ের ওপর পড়ে। এ সময় খাটের উপরে শুয়ে থাকা তার ছেলের মাথার উপর ফ্যান খুলে পড়ে। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। কোনোরকমে ঘর থেকে ছেলেকে নিয়ে বেড়িয়ে আসেন তিনি। পরে এলাকাবাসী তাদেরকে হাসপাতালে নিয়ে যান। তার ঘরের সমস্ত আসবাবপত্র দেওয়ালের নিচে চাপা পড়েছে।

স্থানীয় বাসিন্দা সাগর জানান, ভবন মালিক স্বাধীন মিয়া আওয়ামী লীগ নেতা। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা সবাই মনে করলেও আমার মনে হয় বাড়িতে কোনো বিস্ফোরক মজুদ করেছিল, সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। কারণ, গ্যাস অফিসের লোকজন যখন এসেছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়নি, গ্যাস অফিসের লোকজন গ্যাসের রাইজার অক্ষত অবস্থায় পেয়েছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ অথবা স্যুয়ারেজ থেকে বিস্ফোরণ হতে পারে মনে হলেও তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। যেহেতু ভবনটি পাশের একটি তিন তলা ভবনের উপর হেলে পড়েছে তাই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

আলোচিত

রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার না হলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে

কেরানীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, আহত ৪

Update Time : 02:28:35 pm, Sunday, 19 January 2025

ঢাকার কেরানীগঞ্জে একটি ছয় তলা আবাসিক ভবনের নিচ তলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর অগ্নিদগ্ধসহ মোট ৪ জন আহত হয়েছেন। বিস্ফোরণে আশপাশের এক কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। এ সময় ভবনের নিচতলার কলাম ভেঙে ভবনটি পার্শ্ববর্তী তিন তলা বিল্ডিংয়ের ওপর হেলে পড়ে।

আজ রবিবার ভোর ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ নয়াবাড়ি এলাকায় আওয়ামী লীগ নেতা স্বাধীন মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, কলি (৩২), আঁখি (২৮), তার ছেলে আবির (১০) এবং সজীব (২৫)। এই ঘটনায় অগ্নিদগ্ধ সজীবকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন।



স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া যায়। বিস্ফোরণের ঘটনায় ওই বাড়িতে আগুন ধরে যায়। এ সময় আশেপাশের বেশ কয়েকটি ভবনের জানালার গ্লাস ও দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কি কারণে এই ভয়াবহ বিস্ফোরণ সে বিষয়টি তাৎক্ষণিক জানা যায়নি।

এদিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করে বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।

আহত আখি আক্তার জানান, রাতে ছেলেকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর চারটার দিকে হঠাৎ বিস্ফোরণে তার ঘরের দেওয়াল ভেঙে পড়ে এবং জানালা খুলে তার পায়ের ওপর পড়ে। এ সময় খাটের উপরে শুয়ে থাকা তার ছেলের মাথার উপর ফ্যান খুলে পড়ে। চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলছিল। কোনোরকমে ঘর থেকে ছেলেকে নিয়ে বেড়িয়ে আসেন তিনি। পরে এলাকাবাসী তাদেরকে হাসপাতালে নিয়ে যান। তার ঘরের সমস্ত আসবাবপত্র দেওয়ালের নিচে চাপা পড়েছে।

স্থানীয় বাসিন্দা সাগর জানান, ভবন মালিক স্বাধীন মিয়া আওয়ামী লীগ নেতা। গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা সবাই মনে করলেও আমার মনে হয় বাড়িতে কোনো বিস্ফোরক মজুদ করেছিল, সেখান থেকেই বিস্ফোরণ হয়েছে। কারণ, গ্যাস অফিসের লোকজন যখন এসেছিল তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়নি, গ্যাস অফিসের লোকজন গ্যাসের রাইজার অক্ষত অবস্থায় পেয়েছে।

কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কাজল মিয়া জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে গ্যাসের লিকেজ অথবা স্যুয়ারেজ থেকে বিস্ফোরণ হতে পারে মনে হলেও তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে। যেহেতু ভবনটি পাশের একটি তিন তলা ভবনের উপর হেলে পড়েছে তাই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুপুরের পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।