কবর নিয়ে ফেসবুকে পোস্ট করার ১৭ ঘন্টা পর নিজেই কবরের বাসিন্দার হলেন। হাতীবান্ধা উপজেলার আবু তালহা।
লালমনিহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব বেছনদই গ্রামে মাদ্রাসায় বিদ্যুতের লাইন দিতে গিয়ে মা**রা গেলেন এই আবু তালহা।
যানা যায় এর আগে তিনি নিজের ফেসবুক আইডি তে একটি কবরের ছবি পোস্ট করেন।
আর সেই পোস্টে তিনি লিখেন, “এই ঘরে সুখে থাকতে হলে আল্লাহ তাআলার হুকুম ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নত তরিকায় জীবন যাপন করতে হবে। উপায় নেই এই ঘরে কারো সুপারিশ চলবে না।
কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণতি গতকাল পোস্ট করার পর আজ নিজেই হলেন সেই কবরের বাসিন্দা।